নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয় ২০১৫ সালে এবং কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশের প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলায় পরিনত হয়। ভিক্ষুকমুক্ত ঘোষণা করা পর লক্ষ্য করা যায় যে, পূনর্বাসিত অনেক ভিক্ষুকের থাকা জায়গা নেই। তাদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা করা হয়। ঘর দিতে গিয়ে লক্ষ্য করা যায় তাদের নিজের কোন জমি নেই। সেই মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগ নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বিভিন্ন স্থানে খাস জমি পূনর্বাসিত ভিক্ষুকদের নামে লিজ দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস